• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

রংপুরে চেক জালিয়াতির দায়ে কারাগারে ইউপি চেয়ারম্যান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরে দন্ডাদেশপ্রাপ্ত এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রংপুর মহানগরীর ধাপ পুলিশ ফাঁড়ি মোড় এলাকা থেকে চেক জালিয়াতি মামলায় দন্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে টিটুল নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।তিনি গঙ্গাগড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার।

ওসি জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারের পর ইউপি চেয়ারম্যান টিটুলকে আদালতে নেয়া হয়। সেখানে তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন জানালে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে। বর্তমানে তাকে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। 

প্রসঙ্গত, গ্রেফতার আবুল কালাম আজাদ টিটুলের বিরুদ্ধে লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতে ২০১০ সালের চেক ডিজঅনার মামলায় তার ২ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়। এছাড়াও ২০০৭ সালে রংপুর জেলা যুগ্ম দায়রা জজ আদালত-৩ একই অভিযোগে ২০ লাখ টাকা জরিমানাসহ এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করে। আদালতের এই রায়ের পর থেকে ওই চেয়ারম্যান পলাতক ছিলেন। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ রংপুর মহানগর থেকে তাকে গ্রেফতার করে।

Place your advertisement here
Place your advertisement here