• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

স্বল্প সময়ের মধ্যেই জটমুক্ত হবে বেরোবি- উপাচার্য

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে স্বল্প সময়ের মধ্যে সেশনজট মুক্ত করা হবে। এরই মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সেশনজট অনেকটাই কমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন, বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজি বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে বিদায় সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের সেশনজট অনেকটাই কমে এসেছে। স্বল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় পুরোপুরি সেশনজটমুক্ত হবে। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান। 

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী রায়হান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা বিভাগের বিভাগের অধ্যাপক ড. পরিমল চন্দ্র বর্মণ, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের পরিচালক ড. মো. মিজানুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিনাত শারমিন, আসিফ আল মতিন, কাশফিয়া ইয়াসমিন অন্বাসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন উপাচার্য।

Place your advertisement here
Place your advertisement here