• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিশ্বকাপ থেকে বাদ পড়ে যে আক্ষেপে পুড়লেন মাহমুদউল্লাহ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের মধ্য দিয়ে টি-২০ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়লো টিম টাইগার্স। অথচ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে টানা তিন ম্যাচ হারার পরও অঙ্কের মারপ্যাঁচে বিশ্বকাপে টিকে ছিল বাংলাদেশ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৪ রানেই গুটিয়ে যায় টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ১৩ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় মামুলি এ লক্ষ্য।
 
গতকাল মঙ্গলবার ৬ উইকেটের এ বিশাল হারের পর আগামী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধুই আনুষ্ঠানিকতার ম্যাচ হতে যাচ্ছে বাংলাদেশ দলের।

এদিকে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমরা পরিকল্পনা মতো ব্যাটিং করতে পারিনি।

তিনি বলেন, আমার মনে হয়, আজকের উইকেট বোলিংয়ের জন্য বেশ ভালো ছিল। তাসকিন দুর্দান্ত বল করেছে। অল্প পুঁজি নিয়েও তার বোলিংয়ে ভর করে আমরা শেষ পর্যন্ত লড়াই করে গেছি।

তবে আক্ষেপের সুরে টাইগার দলপতি আরো যোগ করেন, দুটি ম্যাচে আমরা জয়ের কাছাকাছি গিয়েও হেরেছি। ওই দুটি ম্যাচে জয় পেলে গল্পটা অন্যরকমও হতে পারতো।

Place your advertisement here
Place your advertisement here