• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

ভূরুঙ্গামারীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ভূরুঙ্গামারীতে গত এক সপ্তাহের টানা ভারি বৃষ্টি পাতের কারণে একটি পাকা রাস্তা ভেঙে উপজেলা সদরে সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলা সদর থেকে ধলডাঙ্গা বাজারগামী একমাত্র রাস্তাটির দেবীবাড়ি নামক স্থানে ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিলখুড়ি ইউনিয়নের প্রায় ২০ হাজার বাসিন্দা।

জানা গেছে, কয়েকদিন থেকে ভারী বৃষ্টির কারণে বুধবার সকালে ঐ স্থানে পাকা রাস্তার প্রায় সম্পূর্ণ অংশ ভেঙে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এছাড়াও রাস্তাটির একাধিক স্থানে ধসে পড়েছে। এর ফলে উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটিতে অটো রিকশা, গাড়ীসহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা জুবায়ের, রানা, লিটন ও রাশিদুল জানান, ২ দিন থেকে রাস্তাটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত কেউ মেরামতের জন্য আসে নাই।

অটো চালক মাসুদ ও আজিজুল জানান, এখন ঈদের সময় পথে অনেক যাত্রী পাওয়া যায় কিন্তু রাস্তা ভেঙে যাওয়ায় ২ দিন থেকে অটো নিয়ে যেতে পারতেছি না। আয় রোজগার সব বন্ধ। দ্রুত রাস্তাটি মেরামতের দাবি জানান তারা।

শিলখুড়ি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, রাস্তা ভেঙে যাওয়ায় লোকজন সাইকেল ও মোটরসাইকেল ছাড়া কিছুই ব্যবহার করতে পারছে না। রাস্তাটি ভাঙার কারণে উপজেলা সদরের সাথে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ইউনিয়নের বাসিন্দরা। এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী হারুন অর রশীদ জানান, রাস্তাটি ঠিক করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) এরিপোর্ট লেখা পর্যন্ত ঠিকাদার রাস্তার কাজ ধরে নাই এমন প্রশ্নের জাবাবে উপজেলা প্রকৌশলী জানান, বিষয়টি আমি দেখতেছি।

Place your advertisement here
Place your advertisement here