• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

দিনাজপুরে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা: গ্রেফতার ২

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইসরাত জাহান তিষা নামে এক ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী ও তার সহযোগী মো. শাহাদত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাদের দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন বলেন, আলামিন নামে চাকরি প্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে দেড় লাখ টাকা দিয়ে একপর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসীর সহোযোগিতায় তাদের আটক করে বুধবার ৯৯৯ এ কল দেন। এরপর ঘুঘুডাঙা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদত হোসেনের সহোযোগিতায় চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের টার্গেট করে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেয় তারা। বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন আটক ইসরাত জাহান।

তিনি আরও জানান, গত বছরের ১৬ জানুয়ারি এই ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানানোর অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here