• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

এখনো খোঁজ মেলেনি ৬ জনের, কান্নায় ভারী তিস্তাপাড়ের বাতাস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ জুন ২০২৪  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের উলিপুরের তিস্তায় নৌকা ডুবির ঘটনায় এখনো ছয়জনের খোঁজ মেলেনি। এদের মধ্যে চারজনই শিশু আর দুজন স্বামী-স্ত্রী। এর মধ্যে একই পরিবারের চারজন।

এদিকে, রংপুর ও কুড়িগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

নিখোঁজরা হলেন- আনিছুর রহমান (৩৬), তার স্ত্রী রুপালী (২৫), মেয়ে আইরিন (১০), এবং ইরামনি (১০), শামীম (৮) ও কুরসুম (৩)। শামীম ও কুলসুম আনিছুরের ভাতিজা ও ভাগ্নি হয়।

বৃহস্পতিবার (২০ জুন) ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় তিস্তাপাড়ের বাতাস ভারী হয়ে উঠছে। আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপেক্ষা করছেন স্থানীয়রা। সবার অপেক্ষা নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধান পাওয়া।

এর আগে, বুধবার সন্ধ্যার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউপির পুরাতন বজরা ঘাট থেকে নৌকায় করে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল শিশু-নারীসহ ২৫ যাত্রী। নৌকাটি তিস্তার ওপারে একই ইউনিয়নের দামার হাট ঘাটের কাছাকাছি পৌঁছাতেই তিস্তার তীব্র স্রোতে ডুবে যায় নৌকাটি। পরে স্থানীয়দের সহায়তায় ও সাঁতার কেটে জীবিত উদ্ধার হয় ১৮ জন। পরে ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর বাকি ছয়জনকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে ডুবুরি দল।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়েও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি। হয়তো তীব্র স্রোতে মরদেহ ভাটির দিকে ভেসে যেতে পারে। সেসব জায়গাতেও তল্লাশি চালানো চালানো হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here