• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

প্রাথমিক শিক্ষায় অবদানে কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর কুড়িগ্রামের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত ও জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছেন কুড়িগ্রাম সদর ইউএনও রাসেদুল হাসান।

একই সঙ্গে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান। নিজ অর্থায়নে প্রাথমিক শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষার নানা দিক দিয়ে অবদান রাখায় শ্রেষ্ঠ এসএমসি (বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি) ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন জেলার ফুলবাড়ী উপজেলার ঘুঘুর হাট এলাকার মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান। আর শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন ফুলবাড়ী উপজেলা রিসোর্স সেন্টারের ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুল আজিজ। 

রোববার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার এটি ঘোষণা করা হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, এই বাছাই কমিটিতে ডিসি স্যার সভাপতি। তিনি একটি উপ-কমিটি করে দেন, সেই কমিটি বাছাই করে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়ে থাকে। মাঝে দুবছর করোনার কারণে করা হয়নি। 

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদুল হাসান বলেন, আমি কুড়িগ্রাম সদর উপজেলায় দুই বছর ধরে কাজ করছি। আসলে আমি চেষ্টা করেছি শিক্ষা নিয়ে কাজ করার। আপনারা জানেন আমি সদরের যাত্রাপুরের একটি চরাঞ্চলে স্কুল প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি। শিক্ষায় কুড়িগ্রাম এগিয়ে যাক এটাই আমার প্রত্যাশা।

বাছাই কমিটির সভাপতি কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দীন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন বলে জানান সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান।

Place your advertisement here
Place your advertisement here