• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, হিমাগারে সিন্ডিকেটের কারণে বেড়েছে আলুর দাম। কৃষকপর্যায় থেকে হিমাগারে সংরক্ষণ পর্যন্ত মিলেছে সিন্ডিকেটের খোঁজ। এজেন্ট, ব্যাপারী আর হিমাগার কর্তৃপক্ষের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে। 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার চাঁদের এলাকার অঙ্কুর বীজ  হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এএইচএম সফিকুজ্জামান বলেন, বেশ কয়েকটি জেলার হিমাগার ঘুরে দেখা গেছে প্রতি কেজি আলুতে সর্বোচ্চ খরচ হয়েছে ১৮ থেকে ২০ টাকা। কিছু দিন আগেও ২২ থেকে ২৪ টাকায় আলু বিক্রি হলেও এখন আলুর দাম ছড়িয়েছে হাফ সেঞ্চুরিতে। তবে ভোক্তা অধিদপ্তরের কঠোর তদারকিতে আলুর দাম নিয়ন্ত্রণে এলেও আগামী দুই দিনের মধ্যে আলুর কৃত্রিম সংকট দেখা দিলে আমদানির জন্য সুপারিশ করা হবে। নিজেদের উৎপাদিত পণ্য থাকার পরেও আমদানি করা হলে ক্ষতিগ্রস্ত হবে সকলে।

হিমাগার পরিদর্শন শেষে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে হিমাগার মালিক ও আলু ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান। এ সময় সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here