• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে গুদাম থেকে ৫১ হাজার লিটার ভোজ্য তেল জব্দ, জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুর নগরীর সেনপাড়ার দুই ব্যবসায়ীর গুদাম থেকে ৫১ হাজার ২০৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে ১৩ হাজার ৮৭২ লিটার সয়াবিন তেল ও ৩৭ হাজার ৩৩২ লিটার পামঅয়েল রয়েছে।

অবৈধ মজুদদারি ও পাইকারি পর্যায়ে সরকার নির্ধারিত রেটের বেশি দামে এসব সয়াবিন তেল ও পামঅয়েল খুচড়া ব্যবসায়ীর কাছে বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট এসএস ট্রেডার্স ও জে পাল কোম্পানীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানাও করা হয়।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এক অভিযানে এসব জব্দ ও জরিমানা আদায় করা হয়। মহানগর পুলিশ অভিযানে সহায়তা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, খোলাবাজারে খুচড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে গেলে আমরা জানতে পারি মূলত পরিবেশক বা পাইকারি ব্যবসায়ীরা দাম বেশি রাখার কারণে দেশে ভোজ্য তেলের দাম বাড়ছে। এরই সূত্র ধরে বড় ব্যবসায়ীদের গুদামে তারা অভিযানে নেমেছেন বলে সাংবাদিকদের জানান।

Place your advertisement here
Place your advertisement here