• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরের যানজট নিরসনে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রেস ব্রিফিং

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
রংপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে রংপুর মহানগরী যানজট নিরশনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।সোমবার দুপুর ২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রেস ব্রিফিংটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল ইসলাম, রংপুর বিআরটি এর সহকারী পরিচালক ফারুক, রংপুর মহানগর ব্যাটারি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী, অটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

এ সময় মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, রংপুর মহানগরীকে সৌন্দর্য বর্ধন ও যানজট নিরসনের জন্য আমরা কাজ করছি। এখানে জনসংখ্যার চেয়ে রিক্সা অটো বেশি চলতেছে। কিন্তু এত অটো লাইসেন্স করা নেই। তাই আমরা অটো রিক্সা শ্রমিকদের জানাচ্ছি যেন কোন অটো লাইসেন্সবিহীন রাস্তায় না ওঠেন। এছাড়াও, তিনি উপস্থিত সকলের নিকট যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনের জন্য পরামর্শ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি অটো শ্রমিক ইউনিয়নের সভাপতিদের বলেন নগরীতে যেন কোন লাইসেন্স বিহীন অটো না চলেন এ বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। তা না হলে ট্রাফিক লাইসেন্স বিহীন অটোগুলোকে সিস করবেন। পরিশেষে তিনি সকলের সহযোগিতা কামনা করে ব্রিপিং শেষ করেন।

Place your advertisement here
Place your advertisement here