• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে সড়ক ভেঙে জনযোগাযোগ বিচ্ছিন্ন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
অতি বর্ষণের কারণে পানির চাপে রংপুরের মিঠাপুকুরে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে প্রায় ১০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।

গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বালুয়া মাসিমপুর স্কুলের সামনে বড়বালাগামী পাকা সড়ক ভেঙে যায়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা প্রকৌশলী আখতারুজ্জামান ভেঙে যাওয়া সড়ক পরিদর্শন করেছেন। 

স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, কয়েক দিন থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানির চাপের কারণে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় আশেপাশের ১০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। 

এদিকে একই দিন বজ্রপাতে দুখু মাহাতো (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের লোহনী গ্রামে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ভেঙে যাওয়া সড়ক দ্রুত সময়ের মধ্যে  মেরামতের ব্যবস্থা নেয়া হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here