• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঈদে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে রসিক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

এবার ঈদুল আযহায় সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ১১৭টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। 

মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন প্যানেল মেয়র মাহামুদুর রহমান টিটু। 

প্যানেল মেয়র বলেন, যত দ্রুত সম্ভব ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের জন্য ১ হাজার ৪২ জন পরিচ্ছন্ন কর্মী, ১২৫টি ট্রলি ও রিকশাভ্যান এবং ৩০টি ট্রাক কাজ করবে। কোরবানির নির্দিষ্ট স্থান পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মী ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল আযহার নামাজ আদায় করতে বলা হয়েছে। ঈদের আগে শুক্রবার প্রতিটি মসজিদের ইমামকে জুম্মার নামাজের খুতবার আগে এ বিষয়ে সচেতন করার জন্য পত্র দেয়া হয়েছে। এছাড়া পশুর বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশনের ৫টি হট লাইন খোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ সামসুল হক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী  রুহুল আমি মিয়া, সচিব উম্মে ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা প্রমুখ। 

Place your advertisement here
Place your advertisement here