• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

ধর্ষণ মামলায় ১৫ বছর পর তিনজনের যাবজ্জীবন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরে একটি ধর্ষণ মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রধান আসামি নগরীর কেডিসি রোডের আব্দুস ছাত্তারের ছেলে বাবু মিয়া, এরশাদ নগর এলাকার আব্দুল জলিলের ছেলে আসাদুল ইসলাম ও আউয়াল মিয়ার ছেলে রঞ্জু মিয়া। তাদীর মধ্যে বাবু মিয়া পলাতক।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে নগরীর তাজহাট টিবি হাসপাতাল সংলগ্ন বস্তি থেকে এক কিশোরী মর্ডান মোড়ে যাচ্ছিলেন। ঐ সময় বাবু মিয়া ও তার সহযোগীরা তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। ঐ ঘটনায় বাবুকে মিয়াকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার কিশোরী। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রোববার সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তিনজনকেই যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন বলে জানিয়েছেন আদালতের পিপি রফিক হাসনাইন।

Place your advertisement here
Place your advertisement here