• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

তিস্তার পানি দিয়ে বোরো ধানের চাষ করেছে গঙ্গাচড়ার কৃষকরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২২  

Find us in facebook

Find us in facebook

ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে তিস্তার উপরিভাগের পানি দিয়ে বোরো ধানের চাষ করেছে রংপুরের গঙ্গাচড়ার কৃষকরা। এতে উপকৃত হয়েছে তারা। 

জানা যায়, রাজশাহী বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের বুড়িডাঙ্গী চরে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এলাকার প্রায় ৫০ জন কৃষকের প্রায় ১০০ একর জমিতে সেচ সুবিধা দেওয়া হয়েছে। এতে উৎপাদন খরচ কিছুটা কমছে।

কৃষক ছাদেকুল জানান, জমির চাহিদা মতো পানি পাচ্ছি। সমস্যা নেই। তবে বালু মাটি তো একটু পানি বেশি লাগে। সকালে পানি দিলে বিকালে থাকে না। চুক্তিতে এক বিঘা জমি দুই হাজার টাকা করে নেওয়া হয়েছে।  

রাজশাহী বরেন্দ্র উন্নয়ন প্রকল্পের উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম বলেন, ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে উপরিভাগের পানি ব্যবহার করতে ইআইআরপি প্রকল্পের আওতায় বৃহত্তর রংপুরে ১৩০টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে গঙ্গাচড়া উপজেলায় দুটি। একটি তিস্তা নদীতে এবং অন্যটি মানস নদে।
 
তিনি আরো জানান, একটি প্রকল্প চালু করতে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করতে হয়। এর মধ্যে রয়েছে ট্রান্সফরমার, মোটর, পাইপ লাইন তৈরি, বৈদ্যুতিক খুঁটি ও ঘর। 

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকারিয়া আলম বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।  

Place your advertisement here
Place your advertisement here