• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্নাতকের ছাত্র রংমিস্ত্রির কাজে, ইউএনওর বাসভবনের দেয়ালধসে মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে একটি গ্যারেজের দেয়ালধসে দীপক রায় নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইউএনও এরশাদ উদ্দিন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপক রায় (২৩) উপজেলার বেতগাড়ি ইউনিয়নের শেরপুর পুটিমারী গ্রামের কালিপদ রায়ের ছেলে।

তিনি গঙ্গাচড়া সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে গত কয়েকদিন থেকে সংস্কার কাজ চলছে। সেখানে অন্য মিস্ত্রিদের সঙ্গে কাজ করছেন দীপক। পারিবারিক অস্বচ্ছলতার কারণে লেখাপড়ার পাশাপাশি রংমিস্ত্রির কাজ করতেন তিনি। সোমবার সকালে কাজে গিয়ে দীপক ইউএনওর বাসভবনে গ্যারেজের দেয়াল ঘষাঘষি করছিলেন। একপর্যায়ে দেয়ালধসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপকের।

গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here