• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

হারাগাছে পুলিশ কর্মকর্তা নিহতের মামলায় আসামিকে রিমান্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহতের ঘটনায় আসামি পারভেজ রহমান পলাশকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এর বিচারক আল মাহামুদ তাকে মাদক ও হত্যা মামলায় এই রিমান্ড আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার মামলা দুটির তদন্তভার পিআইবিকে দেওয়া হলে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়।

গত শুক্রবার রাতে রংপুরের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহারকাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে। এসময় আসামি পলাশ পুলিশ কর্মকর্তা এএসআই পিয়ারুলকে ছুরি দিয়ে গুরুতর আহত করে।

পরে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার সকাল সোয়া ১১টার দিকে তিনি মারা যান। নিহতের ঘটনায় হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়। দুটি মামলারই বাদী পুলিশ।

রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন বলেন, আসামি পলাশকে মাদক ও হত্যা মামলায় ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। আদালতের বিচারক দুটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here