• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় কৃষককে শ্বাসরোধ করে হত্যা 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাঁকুরপাড়াতে পাটক্ষেতে ছাগল ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে নিবারন রায় (৪৫) নামের এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী পলাতক রয়েছেন।

গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে গঙ্গাচড়ার ঠাঁকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঠাঁকুরপাড়ায় আকিজ গ্রুপের একটি ক্ষেতে ঢুকে পাট নষ্ট করে কৃষক নিবারন রায়ের ছাগল। এ নিয়ে আকিজ গ্রুপের কেয়ারটেকার কৃষ্ণ রায় ও স্ত্রী কল্পনা রানী ঝগড়ায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে নিবারনের ছেলে সন্তোষ রায়কে ছুরিকাঘাত করেন কৃষ্ণ রায়। এ সময় নিবারন বাধা দেওয়ার চেষ্টা করলে মাটিতে ফেলে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে জানিয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, অভিযুক্ত কৃষ্ণ রায় ও তার স্ত্রী কল্পনা রানী পলাতক। মামলার প্রস্তুতি চলছে।

Place your advertisement here
Place your advertisement here