• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পদ্মাসেতুর উদ্বোধনে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন শেখ হাসিনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২২  

Find us in facebook

Find us in facebook

পদ্মাসেতু উদ্বোধনের দিন দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বুধবার (০৮ জুন) আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রের কার্নিভাল হলরুমে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দুই তীরের জেলা সমূহের মাননীয় সংসদ সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা পড়ে শোনান দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

প্রধানমন্ত্রীর ওই বার্তা অনুষ্ঠানে পড়ে শুনিয়ে মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী আপনাদের শোনাতে একটি মেসেজ দিয়েছেন। আমি পড়ে শোনাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভাটেক না করে। ভলান্টিয়ার সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবু হাসনাত আবদুল্লাহ,জাতীয় সংসদের চীপ হুইপ নূরে আলম চৌধুরী লিটন,দলের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, শাহজাহান খান,আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম,বিএম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন,প্রচার সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপ,সংসদ সদস্য ইকবাল হোসেন অপু,এনামুল হক শামীম,নাহিম রাজ্জাক প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here