• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কোরবানি ঈদের আগেই ফ্রিজ পরিষ্কার করুন সঠিক নিয়ম মেনে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

দেখতে দেখতে চলে এলো কোরবানির ঈদ। আর মাত্র ক'দিন পরেই ঈদের উৎসবে মেতে উঠবেন সকল মুসলিমরা। এই ঈদে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে ফ্রিজের। তাই ঈদ আসার আগে মাংস সংরক্ষণের জন্য প্রস্তুত করে ফেলুন আপনার ফ্রিজটিকে। পরিষ্কার করে জায়গা তৈরি করে নিন, যাতে ঈদের সময় মাংস রাখতে সমস্যা না হয়।

ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমরা নানা রকম ভুল কাজ করে থাকি, তাতে ফ্রিজের ক্ষতি হয়ে থাকে। চলুন জেনে নেয়া যাক ফ্রিজ পরিষ্কার করার সঠিক নিয়ম ও কিছু দারুণ টিপস- 

ফ্রিজ থেকে বরফ সরিয়ে ফেলুন
প্রথমে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে নিন। ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা থাকলে খুব সহজেই ফ্রিজ থেকে বরফ আলাদা হয়ে যাবে। আপনার আর কষ্ট করে বরফ তুলতে হবে না।

ফ্রিজ খালি করুন
ফ্রিজ থেকে সব জিনিসপত্র বেব করে ফেলুন। এতে ফ্রিজ ধোয়া অনেক সহজ হয়ে যাবে। কাঁচা মাছ, মাংস ফ্রিজ থেকে বের করে একটি বালতিতে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এতে করে বরফ গলবে না, খাবার ভালো থাকবে।

ফ্রিজের ভেতর থেকে সেলফ বা তাকগুলো বের করে ফেলুন
ফ্রিজের ভেতরের তাক, ড্রয়ারগুলো খুলে ফেলুন। এগুলো খুলে বাইরে রেখে দিন। এতে ফ্রিজ পরিষ্কার করা সহজ হবে। 

ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে ধুয়ে ফেলুন
এবার ফ্রিজের তাক, ড্রয়ারগুলো ডিটারজেন্ট মেশানো হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে দাগগুলো ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার একটি শুকানো তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিন। শুকিয়ে গেলে এটি আবার ফ্রিজে ঢুকিয়ে ফেলুন।

ফ্রিজের ভেতর পরিষ্কার করুন
এবার ফ্রিজের ভেতর পরষ্কার করার পালা। প্রথমে একটি বোতলে ডিটারজেন্ট মেশানো পানি দিয়ে ভরে নিন। এবার এটি ফ্রিজের ভেতরে স্প্রে করুন। একটি নরম স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে নিন। এবার একটি ব্রাশ দিয়ে ফ্রিজের রাবারগুলো ও কোনাগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিন।

তাক, ড্রয়ারগুলো ফ্রিজের ভেতর রেখে দিন
ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে তাক, ড্রয়ারগুলো সঠিক জায়গায় বসিয়ে দিন। কিন্তু খেয়াল রাখবেন তাক, ড্রয়ারগুলো যেন শুকনো থাকে। ভেজা অবস্থায় তাক, ড্রয়ারগুলো ফ্রিজের ভেতর রাখবেন না।

পুরো ফ্রিজ মুছে ফেলুন
এখন একটি তোয়ালে ভিজিয়ে পুরো ফ্রিজ মুছে নিন। তারপর তাক, ড্রয়ারগুলো ফ্রিজে রাখুন।

খাবার আবার ফ্রিজে তুলে রাখুন
ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেলে খাবার ফ্রিজের ভেতর তুলে রাখুন। তবে খাবারের প্রতিটা বক্স, প্যাকেট, বোতল কাপড় দিয়ে মুছে তারপর ফ্রিজে তুলে রাখবেন।

টিপস
>> ফ্রিজ পরিষ্কার করার পর তাপমাত্রার সুইচ চালু করে দিতে ভুলবেন না। সব সেটিং ঠিক আছে কিনা খেয়াল করবেন।

>> ফ্রিজের গন্ধ দূর করার জন্য বেকিং সোডা মিশিয়ে কাপড়ে লাগিয়ে ফ্রিজটি মুছে ফেলুন। এতে ফ্রিজের ভেতর কোনো গন্ধ থাকলে তা দূর হয়ে যাবে।

>> এছাড়া ফ্রিজ পরিষ্কারের পর এক টুকরা লেবু রেখে দিন, এতে ফ্রিজ গন্ধ হবে না।

>> গরম খাবার কখনোই ফ্রিজে রাখবেন না। ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এলে তবেই ফ্রিজে রাখুন।

>> সবজি বাজার থেকে আনার পরে ধুয়ে শুকনো করে নিয়ে তারপর ফ্রিজে স্টোর করুন। এতে সবজি অনেকদিন তাজা থাকবে।

>> ফ্রিজের উপর ভারি জিনিস রাখবেন না। এতে ফ্রিজের ওপর চাপ পড়ে, ফ্রিজের ক্ষতি করে থাকে।

>> ফ্রিজের ভেতর ফল ও সবজি এক সঙ্গে না রেখে আলাদা আলাদা করে রাখুন।

>> শাকপাতা ফ্রিজে রাখার সময় আঁটি খুলে রাখুন। কাঁচা মরিচ রাখার আগে বোটা খুলে রাখুন। নয়তো পঁচে যাবে।

>> ফ্রিজ দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখবেন না। দেওয়াল থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে ফ্রিজ রাখুন।

Place your advertisement here
Place your advertisement here