• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বৃষ্টির দিনে ঝকঝকে মেঝের জন্য

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জুন ২০২২  

Find us in facebook

Find us in facebook

আর কদিন বাদেই শুরু হচ্ছে বর্ষাকাল। আগাম বৃষ্টি মনে করিয়ে দিচ্ছে বাতাসে ভাসছে আষাঢ়ের মেঘ। এ সময়টাতে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। স্যাঁতসেঁতে ভাবের কারণে ঘরে সোঁদা গন্ধ তৈরি হয়। বৃষ্টির দিনে ঝকঝকে মেঝের জন্য কী করবেন, জেনে নিন।

বৃষ্টির দিনে ভেজা আবহাওয়ার কারণে বাড়ির দেয়াল, বিছানা, সোফা—সব জায়গাতেই ছত্রাক জন্মায়। এমনকি ভেজা কাপড়, জুতাতেও। তাই আসবাব, জানালা—সবকিছু শুকনো কাপড় দিয়ে মুছবেন। 

ঘরের মেঝে ডিটারজেন্ট এবং গরম পানি দিয়ে মুছবেন, এ সময় বালতির পানির সঙ্গে যোগ করতে পারেন লেবুর রস। এতে সোঁদা গন্ধ দূর হবে। লেবুর রসে আছে অ্যাসিডিক ফরমেশন, যা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে ঘরকে রাখে পরিচ্ছন্ন। 

বৃষ্টির দিনগুলোতে ঘরের মেঝে ঘেমে উঠলতে পারে। তখন শুকনা কাপড় দিয়ে মুছে দিবেন।  তারপর ফ্যানের বাতাসে ঘর শুকিয়ে নিবেন। এবং বৃষ্টির পর অবশ্যই ঘরের জানালা ও বারান্দা সংলগ্ন দরজা খুলে দিবেন। এতে গুমোট ভাব কেটে যাবে। 
ভুলেও ঝাঁটা দিয়ে মেঝে পরিষ্কার করবেন না। এতে মেঝে অতি অল্প দিনেই ক্ষয়ে যেতে পারে। দাঁড়িয়ে ঝাঁটা দিবেন না। এভাবে ঠিক করে পরিষ্কারও হয় না। বসে বসে মুছলে কোমরে অনেক সময়ে চাপ পড়ে। আচমকা লেগেও যেতে পারে। তাই ঝাঁটার বদলে দাঁড়িয়ে মোছা যায় এমন কিছু দিয়ে ঘর মুছে নিন। 

ঘরের সোঁদা গন্ধ দূর করতে বেকিং সোডা ছিটিয়ে রাখতে পারেন। গন্ধ চলে যাবে।  রান্নাঘর অবশ্যই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবেন সপ্তাহে একবার। লবঙ্গ ও দারুচিনি পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখার পর  সেই পানি ফুটিয়ে রুম ফ্রেশনার হিসেবে ব্যবহার করতে পারেন। 

Place your advertisement here
Place your advertisement here