• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর দালেলা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশে কূটনৈতিক হিসেবে দায়িত্ব পালনের পর ভারতের যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিতে যাচ্ছেন বিক্রম দোরাইস্বামী। আর বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন সুধাকর দালেলা। গতকাল শনিবার (২ জুলাই) ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস এর খবরে এমনটিই বলা হয়েছে। 

খবরে বলা হয়, লন্ডনে গায়ত্রী ইশার কুমারের উত্তরসূরি হতে দোরাইস্বামীর যাওয়া ঠিক হয়ে গেছে।

দোরাইস্বামীর জায়গায় সুধাকর দালেলার আসার ইঙ্গিত দিয়ে আরও বলা হয়, তিনি ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপ-প্রধানের দায়িত্বে রয়েছেন।

রীভা গাঙ্গুলী দাশের উত্তরসূরি হয়ে দুই বছর আগে ঢাকায় ভারতীয় হাই কমিশনার হয়ে আসেন দোরাইস্বামী। এর আগে দোরাইস্বামী দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। ২০১৭ সালে চীনের সঙ্গে ডোকলাম সংকট শুরু হলে ভুটান ও নেপালকে সামলানোর সময় দালেলা যুগ্ম সচিবের দায়িত্বে ছিলেন।

পেশাদার ও পরিশ্রমী কূটনীতিক দোরাইস্বামী ঢাকার সঙ্গে নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের কেন্দ্রে ছিলেন। অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারে ভূমিকা রয়েছে তার।

Place your advertisement here
Place your advertisement here