• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

বিশ্বকাপ শেষে পুরষ্কার পেলেন যারা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ঘরের মাঠের ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এরই মাধ্যমে পর্দা নামল ওয়ানডে বিশ্বকাপের ১৩তম সংস্করণের।

ভারতকে হারার পথে ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। এতে তিনি ম্যাচ সেরা হয়েছেন।আর টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থেকে সর্বোচ্চ রান সংগ্রহের জন্য টুর্নামেন্ট সেরা হন বিরাট কোহলি। এক নজরে গোটা আসর শেষে যাদের হাতে উঠল নানা পুরষ্কার। চলুন দেখে নেয়া যাক-

চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (ট্রফি ও ৪ মিলিয়ন ডলার),
রানার্স-আপ: ভারত (ট্রফি ও ২ মিলিয়ন ডলার),
ফাইনালে ম্যাচসেরা: ট্রাভিস হেড (১৩৭ রান ও ১ ক্যাচ),
টুর্নামেন্ট সেরা: বিরাট কোহলি (৭৬৫ রান, ১ উইকেট ও ৫ ক্যাচ),
সবচেয়ে বেশি রান: কোহলি (১১ ইনিংসে ৭৬৫),
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: গ্লেন ম্যাক্সওয়েল (অপরাজিত ২০১),
সবচেয়ে বেশি সেঞ্চুরি: কুইন্টন ডি কক (৪টি),
সবচেয়ে বেশি ফিফটি: বিরাট কোহলি (৬টি),
সবচেয়ে বেশি উইকেট: মোহাম্মদ শামি (৭ ইনিংসে ২৪ উইকেট),
সেরা বোলিং ফিগার: মোহাম্মদ শামি (৭/৫৭, নিউজিল্যান্ডের বিপক্ষে),
সবচেয়ে বেশি ছক্কা: রোহিত শর্মা (৩১টি),
সবচেয়ে বেশি ক্যাচ: ড্যারিল মিচেল (১১টি),
সবচেয়ে বেশি ডিসমিসাল: কুইন্টন ডি কক (২০টি),
সর্বোচ্চ স্ট্রাইক রেট: গ্লেন ম্যাক্সওয়েল (১৫০.৩৭)।

Place your advertisement here
Place your advertisement here