– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

এশিয়া কাপ, ভারত-পাকিস্তান বাকি ম্যাচ আজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

এশিয়া কাপের অন্য ম্যাচগুলোর চেয়ে ভারত-পাকিস্তান ম্যাচকে আলাদা ভাবে রেখেছে এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ম্যাচটির জন্য রিজার্ভ ডে’ করা হয়েছে। যা নিয়ে বিতর্কও রয়েছে। তবে শেষ পর্যন্ত সেই বিতর্কিত রিজার্ভ ডে’তেই গড়াল ভারত-পাকিস্তান ম্যাচ।

রোববার কলম্বোয় সুপার ফোর পর্বের এই ম্যাচটি বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। এরপর বৃষ্টির কারণে আর ম্যাচ শুরু হয়নি। যেখানে শেষ হয়েছিল আজ সেখান থেকেই ব্যাটিং শুরু করবে ভারত। উইকেটে আছেন বিরাট কোহলি (৮*) ও লোকেশ রাহুল (১৭*)। খেলা শুরু হবে যথারীতি বেলা ৩:৩০ মিনিটে।

চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলোতে নিয়মিতভাবেই রাজত্ব করছে বৃষ্টি। প্রতিদিনই আছে বৃষ্টির শঙ্কা। তবে শুধু দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে। অংশ নেওয়া বাকি দলগুলোর জন্য এই সুবিধা দেয়নি এসিসি। 

একই আসরে দ্বৈত নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন অনেকেই। এসব অবশ্য কানে তোলেনি নীতিনির্ধারকরা। 

ভারত: ১৪৭/২ (২৪.১ ওভারে)
কোহলি ৮* ও রাহুল ১৭*
শাদাব ১/৪৫ ও শাহীন ১/৩৭।

Place your advertisement here
Place your advertisement here