• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ক্লিন সুইপের স্বাদ পেতে টাইগারদের প্রয়োজন ১২০ রান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

প্রথমবারের মতো ক্লিন সুইপের সুযোগ বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নেয়া মাহমুদউল্লাহ রিয়াদের দল আজ জিতলেই নিজেদের ইতিহাসে প্রথমবার ক্লিন সুইপের স্বাদ পাবে টাইগাররা। তার জন্য লক্ষ্য ১২০ রান। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে জিম্বাবুয়ে। 

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মাথায় প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ১০ বলে ১০ রান করে আল-আমিনের বলে উইকেটের পেছনে ধরা পড়েন ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে। 

দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিনের ৫৯ রানের জুটিতে শক্ত ভিত পায় সফরকারীরা। দলীয় ৬৯ রানের মাথায় বিদায় নেন আরভিন (৩৩ বলে ২৯)। এর পর সফরকারী ব্যাটনসম্যানদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান তুলতে পারে। 

একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন ব্রেন্ডন টেইলর। ৪৮ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন নেন দুটি করে উইকেট। অভিষিক্ত হাসান মাহমুদ ৪ ওভার বল করে ২৫ রান দিলেও উইকেটের দেখা পাননি। 

Place your advertisement here
Place your advertisement here