• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বিরামপুর রেলওয়ে স্টেশনে দুই ট্রেন লাইনের মাঝখানে থাকার এক পর্যায়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিংকালে ধাক্কায় বকুল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন (১৫) বিরামপুর উপজেলার হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সকালে কয়েকজন বন্ধু ঢাকায় যাচ্ছিল। বন্ধুদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বকুল প্লাটফর্মে আসে। এসময় বিরামপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনটি এক নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল। এসময় দুইনম্বর লাইন দিয়ে ক্রসিংয়ের সময় পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ছিঁটকে পড়ে সে। পরে স্থানীয়রা দ্রুত কিশোর বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান, নিহত কিশোর হাসপাতালের আসার আগেই মারা যায়।

বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল ৯টা ১৫মিনিটে ঢাকায় যাওয়ার উদ্দেশে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ১নম্বর প্লাটফর্মে এসে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল। ৯টা ২১মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি প্রবেশের সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ছিঁটকে পড়ে বকুল নামের এক কিশোর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Place your advertisement here
Place your advertisement here