• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

পীরগাছায় স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় স্বামীর সঙ্গে বাবার বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে পড়ে মারাত্মক আহত হন এক নারী। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৯ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ঐ গৃহবধূর নাম আফরোজা বেগম। তিনি উপজেলার নেকমামুদ বাজারের কসমেটিকস ব্যবসায়ী মনোয়ার হোসেনের স্ত্রী।

জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার চৈতন্য বাজারে বাবার বাড়ি যাচ্ছিলেন আফরোজা বেগম। পথিমধ্যে তাম্বুলপুরের জলপাইতল এলাকায় নিজের পরনের ওড়না চলন্ত মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে গেলে ছিটকে পাকা রাস্তার ওপর পড়ে যান তিনি। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। নিহত ওই নারীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here