• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

লালমনিরহাটে হত্যা মামলায় পৌর বিএনপির সভাপতি জেল হাজতে   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটে আলোচিত শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান। আফজাল হোসেন লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।

উলেখ্য, ২০২৩ সালের ২৯ অক্টোবরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ওই ঘটনার তিনদিন পর ১ নভেম্বর সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীরচওড়া গ্রামের বাসিন্দা নিহতের বাল্যবন্ধু ও হারাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম খান লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখসহ ৩০০-৪০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় হাইকোর্ট থেকে দির্ঘদিন অন্তবর্তীকালীন জামিনে ছিলেন পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন। সেই জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।

জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

Place your advertisement here
Place your advertisement here