• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোনো হেড কোচ নেই পাকিস্তান ক্রিকেট দলের। মাঝে অবশ্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বাবর-রিজওয়ানদের দায়িত্ব পেয়েছিলেন দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার অধীনে পাকিস্তান ভালো কোনো ফলাফল করতে পারেনি। এজন্য তাকেও সরে যেতে হয়েছে।

অবশেষে স্থায়ী কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। খবর জিও টিভির। 

জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বলের ফরম্যাটে (ওয়ানডে ও টি-২০) দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেন এবং লাল বলের (টেস্ট) ক্রিকেটে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। খুব শিগগিরই পিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে ধারণা করা হচ্ছে। 

কোচ হিসেবে কারস্টেন ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জেতান। বর্তমানে আইপিএলে গুজরাট টাইটান্সের ‘মেন্টর’ এর দায়িত্ব পালন করছেন তিনি। অপরদিকে, গিলেস্পি ইয়র্কশায়ারকে ২০১৪ ও ২০১৫ সালে দুইবার শিরোপা জিতিয়েছেন। 

গত বছরের নভেম্বরে পিসিবিতে পরিবর্তন আসার পর মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্রু পুটিককে ভিন্ন দায়িত্ব দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে এই তিন কোচ নিজ নিজ দায়িত্ব ছেড়ে দিলে নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পিসিবি। নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী প্রধান কোচের একটি পদও রেখেছে পিসিবি।

Place your advertisement here
Place your advertisement here