• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

খেলতে গিয়ে চোরাবালিতে ডুবে যায় কিশোর, অতঃপর...

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের পাইলিংয়ের কাদাপানির চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর অপূর্ব বিশ্বাসকে জীবিত উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের ওই স্টেডিয়ামের গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে, দুপুর ২টার দিকে খেলতে গিয়ে হঠাৎ চোরাবালিতে ডুবে যায় কিশোর অপূর্ব বিশ্বাস। সে পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতিকুল ইসলাম জানান, ওই কিশোর নির্মাণাধীন স্টেডিয়ামের পাইলিংয়ের গর্তে থাকা কাদাপানি ভরা চোরাবালিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় গর্তের ভেতরের কাদামাটি কোদাল দিয়ে সরিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here