• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

জলঢাকা পৌরসভায় উপ-নির্বাচনে মেয়র হলেন নোভা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলুর ছেলে নাসিব সাদিক হোসেন নোভা। বাবার মৃত্যুর পর মেয়র নির্বাচিত হলেন তিনি।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।  

তিনি বলেন, বেসরকারি ফলাফলে নারিকেল গাছ প্রতীক নিয়ে নোভা ভোট পেয়েছেন ১২ হাজার ৫৯১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী রেল ইঞ্জিন প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৭৬৭। অপর প্রার্থী প্রভাষক ছাদের হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৫৪টি।

জানা গেছে, জলঢাকা পৌরসভা এলাকায় ১৮টি ভোট কেন্দ্রে ১১৭টি বুথে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার সংখ্যা ৩৭ হাজার ১৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৭৭৪ জন এবং মহিলা ভোটার ১৮ হাজার ৪১৭ জন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাতে গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের সময় অসুস্থ হয়ে পরলে তাকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসাধীন  অবস্থায় শারীরিক অবনত হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়রের মৃত্যুর পরপরই এই পদটি শূন্য হয়।

Place your advertisement here
Place your advertisement here