• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তারাগঞ্জে তিন সন্তানের জননী গৃহবধুর লাশ উদ্ধার 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের তারাগঞ্জে ৩ সন্তানের জননী রুবা বেগম (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠছে স্বামী মহমূদুল হাসান (৩৮) এর বিরুদ্ধে।

রবিবার (১২মে) ঘটনাটি ঘটেছে উপজেলার হাড়িয়ারকুঠি পাচঁআনি গ্রামে। ঘটনারদিন বিকালে ঘরের তীরের সঙ্গে ঝুলান্ত অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রুবা বেগমের মা পেয়ারা বেগম অভিযোগ করে বলেন, ১২ বছরের সংসার জীবনে আমার মেয়ে-জামাইয়ের সংসার বেশ ভালই চলছিলো। কিন্তু এক বছর আগে পাঁচআনী গ্রামের ছকমলের মেয়ে শাহানাজের সঙ্গে আমার জামাই মাহমুদুলের প্রেমের স¤র্úকের পর বিয়ে করে বাড়িতে তুলেই সংসারে অশান্তি নেমে আসে। পরে মেয়ের সুখের জন্য ১২ শতক জমি সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করে মেয়ের সতীনকে তালাক দেয়ার পরেও  সেই মেয়ের সঙ্গে কথা বলায় আমার মেয়ের সঙ্গে জামাইয়ের প্রতিদিনেই ঝগড়া লাগতো। গতকাল আমার মেয়ে নাতি নাতিনীদের স্কুলে পাটিয়ে দিলে জামাই আমার মেয়েকে মারধর করে মেরে ফেলে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে। মুই মোর ছওয়াকে মারি ফেলার বিচার চাও।

তারাগঞ্জ থানার (ওসি তদন্ত) জহুরুল হক জানান, গৃহবধুর পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। এ কারনে মৃতদেহ উদ্ধার করে বিকালে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার সকালে মৃত দেহের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here