• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশের বন্যার্তদের জন্য সিঙ্গাপুরের কোটি টাকার তহবিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য একটি তহবিল গড়ছে সিঙ্গাপুর রেডক্রস। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে সংস্থাটির তহবিলে এক লাখ মার্কিন ডলার প্রদান করার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর সরকার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকারও বেশি।

রোববার বাংলাদেশের বন্যার্তদের সেবায় তহবিল দেওয়ার বিষয়ে সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘এই অবদান মানবিক ত্রাণ প্রচেষ্টা এবং ক্ষতিগ্রস্ত মানুষদের তাৎক্ষণিক প্রয়োজনে কাজে লাগবে।

এর আগে, বৃহস্পতিবার বাংলাদেশে বন্যার্তদের জন্য জরুরি কার্যক্রমে সহায়তার জন্য ৫০ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সিঙ্গাপুর রেডক্রস। বন্যার্তদের জন্য ত্রাণ প্রচেষ্টাকে আরো বেগবান করতে একটি তহবিল সংগ্রহেরও ঘোষণা দিয়েছিল সংস্থাটি। চলমান ঐ তহবিলেই এক লাখ ডলার প্রদান করেছে সিঙ্গাপুর সরকার। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই তহবিল সংগ্রহের কার্যক্রম চলবে।

বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সিঙ্গাপুর রেডক্রসের মহাসচিব বেঞ্জামিন উইলিয়াম বলেছেন, ‘প্রচণ্ড বন্যার কারণে প্রাণহানি এবং বাস্তুচ্যুত হওয়া মানুষদের জন্য আমরা গভীরভাবে শোকাহত।’

বেঞ্জামিন জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং সহযোগিতা ও সহায়তার ক্ষেত্রগুলো অন্বেষণ করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলো সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সিঙ্গাপুর রেডক্রস।

আগস্টের শেষ দিকে বাংলাদেশে সংঘটিত ভয়াবহ বন্যা ৪৯২টি পৌরসভার ৫৮ লাখের বেশি মানুষকে প্রভাবিত করেছে। আর ৩ হাজার ৪০৩টি নিরাপদ কেন্দ্রে অন্তত ৫ লাখ ২ হাজার ৫০১ জনকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন বেঞ্জামিন।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

Place your advertisement here
Place your advertisement here