• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

মা হলেন দীপিকা, পুত্র না কন্যা সন্তান জানালেন রণবীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও সন্তান সুস্থ আছেন। রণবীর সিংয়ের সংসারে নতুন সদস্য আগমনের খবরে উচ্ছ্বসিত ভক্তরা।

এ মাসেই তার কোল জুড়ে নতুন অতিথির আশার কথা ছিল। তবে শরীর ভালো না লাগায় ৭ সেপ্টেম্বর তিনি পরিবারসহ হাসপাতালে যান। এরপর ৮ সেপ্টেম্বর সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে

গত ৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা যায় দীপিকাকে। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে অনেক ভক্তই দীপিকাকে শুভকামনা জানিয়েছেন।

চিকিৎসকের তথ্য অনুযায়ী এ মাসের শেষের দিকে দীপিকার মা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাসপাতালে অভিনেত্রীকে দেখে ভক্তদের মাঝে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানাচ্ছেন শুভ কামনা। এদিকে প্রথম সন্তানের বাবা-মা হতে যাওয়া দীপিকা পাডুকোন ও রণবীর সিং ইতোমধ্যেই অনাগত সন্তানের জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছেন। নিয়েছেন নতুন বাড়িও।

প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা। সেই সময়ই জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তার রণবীরের সন্তান। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা – রামলীলা’র সেটে দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয়।

২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল। কোঙ্কনি ও সিন্ধ্রি, দুই মতেই বিয়ে করেন দীপিকা-রণবীর। এর পর কেরিয়ারেই মন দেন দুই তারকা। বিয়ের এতদিন পর মা হলেন দীপিকা।

Place your advertisement here
Place your advertisement here