স্ত্রীকে ভারত নিচ্ছিলেন শ্বশুর-শাশুড়ি, সীমান্তে আটকে দিলেন স্বামী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪
Find us in facebook
ঘুরতে গিয়ে একে অপরের দেখা। এ থেকে শুরু হয় ভালো লাগা। একপর্যায়ে ফোন নম্বর নিয়ে গড়ে ওঠে প্রেম। ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে আদালতের মাধ্যমে কবিরকে বর হিসেবে গ্রহণ করে নব মুসলিম তরুণী সিদরাতুল মুনতাহা। তবে বিয়ের কয়েক দিন পরই জানতে পারেন তরুণীর পরিবার। হিন্দু হয়ে মুসলিম ঘরের ছেলের সঙ্গে বিয়ে মেনে নেননি তারা৷ নানা নাটকীয়তার পর মেয়েকে মুসলিম ছেলের হাতে তুলে না দিতে কৌশলে ভারতে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণীর বাবা। কিন্তু সীমান্তে গিয়ে বাধা হয়ে দাঁড়ালেন স্বামী কবির হোসেন।
রোববার (১৮ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চেকপোস্টে অভিযোগ নিয়ে হাজির হন কবির হোসেন। এ সময় নব মুসলিম তরুণী সিদরাতুল মুনতাহা (তনুশ্রী দাস) পরিবারের কাছ থেকে রক্ষা পেতে নিজের বিয়ের কথা ও কবির যে তার স্বামী তার প্রমাণ দিতে বিয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট (নথি) উপস্থাপন করেন। পরে বিকেলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় স্বামীর বাড়ি রংপুরে ফিরেন সিদরাতুল মুনতাহা।
জানা গেছে, রংপুর কারমাইকেল কলেজ মাঠে রংপুর জেলা শহরের দর্শনা এলাকার কবির হোসেনের সঙ্গে হঠাৎ পরিচয় হয় ঠাকুরগাঁও জেলার চন্ডিপুর এলাকার তরুণী তনুশ্রী দাসের৷ পরে ৯ মাস প্রেমের সম্পর্কের পর গত বছরের ৫ জুন পরিবারের অমতে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেন কবির হোসেনকে। ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে নাম রাখেন সিদরাতুল মুনতাহা। কয়েক দিন সংসারও করেন তারা। তবে বিয়ের কয়েক দিন পরই জানতে পারে তরুণীর পরিবার৷ মুসলমান ছেলের সঙ্গে বিয়ে মেনে নেননি তারা৷
এদিকে বিয়ের ১৮-২০ দিন পর তাদের ঠাকুরগাঁওয়ে তুলে নিয়ে আসেন তরুণীর পরিবার। স্বামী কবিরকে আটক করে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করেন তার পরিবার। মামলায় একদিন কারাবাসও করেন কবির৷ তবে আদালতে তরুণীর জবানবন্দিতে মুক্তি পান তিনি৷ তবে আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তরুণীকে তার পরিবার মাইক্রোবাসে করে বাড়িতে নিয়ে যান এবং তাকে আটকে রাখেন।
কবির জামিনে মুক্তি পেয়ে তার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। গত কয়েক মাসে তার স্ত্রীকে খুঁজেছেন দেশের বিভিন্ন স্থানে। অবশেষে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তার স্ত্রীকে তার বাবা-মা বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যাবেন। এমন খবর পেয়ে স্বামী কবির হোসেন ছুটে যান পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশনে। স্ত্রীকে জোর করে তার বাবা মা ভারতে নিয়ে যাচ্ছে, এ বিষয়টি তিনি সেনাবাহিনী, পুলিশ বিজিবিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে অবহিত করেন।
এদিকে রোববার দুপুরে বাবা-মা তাদের মেয়েকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শেষ করে বিজিবি চেকপোস্টে নিয়ে গেলে তখন বাধা হয়ে দাঁড়ান কবির হোসেন। পরে তিনি তাদের বিয়ের যাবতীয় ডকুমেন্টস দেখান। এ সময় তরুণী দুজন একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন এমন জবানবন্দি দেন এবং স্বামীর সঙ্গে সংসার করার ইচ্ছে প্রকাশ করেন। তরুণীর মা-বাবার সামনেই কবিরের কাছে তার স্ত্রীকে তুলে দেয় বিজিবি। দীর্ঘ ১৫ মাস পর এক হতে পেরে বিজিবিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান কবির মুনতাহা। এ সময় তারা দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন। পরে বিকেলে মাইক্রোবাসে বাসে করে স্বামী কবির হোসেন তার স্ত্রীকে তার বাড়ি রংপুরে নিয়ে যান।
কবির হোসেন বলেন, আমরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলাম। কয়েকদিন সংসারও করেছি। কিন্তু হঠাৎ একদিন আমার স্ত্রীর বাড়ির লোকজন আমাদের তুলে ঠাকুরগাঁওয়ে নিয়ে রাখে। পরে আমার স্ত্রীকে আটকে রেখে আমার নামে ধর্ষণ ও অপহরণের মামলা দেয়। আমি একদিন জেলও খেটেছি। আদালতে আমার স্ত্রীর জবানবন্দিতে মুক্তিও পাই। তবে এতদিন আমার স্ত্রীকে আমার শ্বশুর বাড়ির লোকজন আটকে রেখেছিল। আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। গতকাল যখন শুনলাম আমার স্ত্রীকে তার অমতে ভারতে তার আত্মীয় বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি সেনাবাহিনী, পুলিশ বিজিবি ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। ইমিগ্রেশন করার পর তারা যখন বিজিবির চেকপোস্টে যায় তখন আমি অভিযোগ করি। এবং আমাদের বিয়ের যাবতীয় কাগজপত্র উপস্থাপন করি। আমার স্ত্রী ভারতে যেতে অনিহা প্রকাশ করেন এবং আমার সঙ্গে সংসার করতে চান৷ পরে বিজিবি সদস্যদের সহযোগিতা আমি আমার স্ত্রীকে ফিরে পাই। সবার কাছে দোয়া চাই আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি।
সিদরাতুল মুনতাহা বলেন, গত ২০২৩ সালের ৫ জুন আমরা বিয়ে করি। আমি ধর্মান্তরিত হই। এরমধ্যে আমি আমার স্বামীর সঙ্গে থাকলে আমার পরিবার পুলিশের মাধ্যমে আমাদের ঠাকুরগাঁও নিয়ে আসে। এরপর অনেক কিছু হয়ে যায়। ১ বছর ৩ মাস পর আমাদের আবার দেখা। এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না।
কবিরের সঙ্গে আসা প্রতিবেশী মারুফ হাসান বলেন, তারা দুজন ভালোবেসে ঘর বেঁধেছিল। কিন্তু মাঝে অনেক ঘটনা ঘটেছে। জীবনে অনেক ভালোবাসা দেখেছি কিন্তু এদের মতো ভালোবাসা দেখিনি।
স্থানীয় যুবক শাকিল আহমেদ বলেন, জীবনে অনেক প্রেম-ভালোবাসা দেখেছি। কিন্তু এই দম্পতির মতো দেখিনি। তরুণীর মা-বাবা তাকে ভারতে নিয়ে যাচ্ছে কিন্তু সে ভারতে না গিয়ে তার স্বামীর সঙ্গে সংসার করতে চায়। ওই তরুণীর এমন চাওয়াকে গুরুত্ব দিয়েছে প্রশাসন।
- আবু সাইদ হত্যা: বরখাস্তকৃত এএসআইসহ দুইজন ৪ দিনের রিমান্ডে
- জাতীয় নাগরিক কমিটিতে সালমান মুক্তাদির
- রাসূলুল্লাহ (সা.) যে কারণে সোম ও বৃহস্পতিবারে রোজা রাখতেন
- আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে হয়নি টস, মাঠে রাগবি
- এআই প্রযুক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্রের ফান্ডিং পেলেন বাংলাদেশি সৃজন
- এবার ভারতে শনাক্ত হলো মাঙ্কিপক্স
- ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে টাস্কফোর্স গঠন করবে ইতালি
- আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার
- গুলিবিদ্ধ দিনমজুরের চিকিৎসায় সন্তান বিক্রি নয়, দত্তক দেন স্ত্রী
- পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- চাঁদাবাজি কঠোরভাবে বন্ধ করবে সরকার: অর্থ উপদেষ্টা
- আহত শিক্ষার্থীদের জন্য ‘একগুচ্ছ পরিকল্পনা’ সরকারের
- নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ
- বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তার আইন বাতিল
- ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
- বাংলাদেশের বন্যার্তদের জন্য সিঙ্গাপুরের কোটি টাকার তহবিল
- রিশাদের পর টি-টেন লিগে দল পেলেন বিজয়
- বিবাহবিচ্ছেদের পর গর্ভপাত হলে কি ইদ্দত পূর্ণ হয়ে যাবে?
- পেটের চর্বি কমাতে সাহায্য করবে যে ৪ সবজি
- গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর
- দেশে ফিরে যা বললেন আমিরাতে ক্ষমা পাওয়া প্রবাসীরা
- সৌদিতে সপ্তাহে ৩ দিন ছুটির যুগ শুরু
- লাইফ সাপোর্টে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- নারীদের ওপর সহিংসতার ঘটনায় মহিলা পরিষদের উদ্বেগ
- এখন পর্যন্ত ১৮ হাজার আহতের তথ্য পেয়েছি : প্রেস সেক্রেটারি
- এক হাজার ২০৯ কোটি টাকার ঋণখেলাপি পলাতক রিপন
- ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে: ড. ইউনূস
- সারাদেশের ১৬৮ বিচারককে একযোগে বদলি
- নতুন ২ ডেপুটি গভর্নর পেল বাংলাদেশ ব্যাংক
- উইন্ডশিল্ডে ফাটল, দুবাই ফেরত গেল বিমানের ফ্লাইট
- বিতর্কিত সেই সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক গ্রেফতার
- সাত রেঞ্জের ডিআইজি ও ৫ পুলিশ কমিশনারকে বদলি
- এবার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নামে হত্যা মামলা
- রংপুরে শেখ হাসিনা-রেহানা-কাদেরসহ ৪৫১ জনের বিরুদ্ধে মামলা
- স্ত্রীকে ভারত নিচ্ছিলেন শ্বশুর-শাশুড়ি, সীমান্তে আটকে দিলেন স্বামী
- বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গনি চৌধুরীকে অব্যাহতি
- বেরোবিতে প্রভোস্টসহ ৮ সহকারীর পদত্যাগ
- বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড
- বৃষ্টি ও বন্যার সময় করণীয় আমল
- জনপ্রিয় হচ্ছে মাচার ওপর বস্তা দিয়ে সবজি চাষ
- রংপুরে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের নামে হত্যা মামলা
- বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
- শেখ হাসিনা-কাদের-কামালসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
- শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিত
- পাপনের পর বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ
- নিবন্ধন পেল এবি পার্টি
- বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!
- আহতদের চিকিৎসা খরচ দেবে সরকার, বিল না নেওয়ার আহ্বান
- রংপুর মেডিকেলের পরিচালক ও সহকারী পরিচালককে বদলি
- একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান, বিএনপির দু`গ্রুপের সংঘর্ষ