– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

টুইটারের নতুন সিইও নিয়োগ দিলেন ইলন মাস্ক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছয় মাসের মধ্যে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইলন মাস্ক। টুইটারের নতুন সিইও হতে চলেছেন একজন নারী। তবে তার নাম এখনও ঘোষণা করা হয়নি।

বৃহস্পতিবার একটি টুইট করে টুইটারের মালিক ইলন মাস্ক বলেন, ‘টুইটারের জন্য একজন নতুন সিইও নিয়োগ করেছি। আগামী ছয় মাসের মধ্যে নতুন সিইও কাজে যোগ দেবেন।’

মাস্ক না বললেও আলোচনায় উঠে এসেছে লিন্ডা ইয়াকারিনোর নাম। সব ঠিক থাকলে তিনিই হবেন পরবর্তী সিইও। এখন অবশ্য টুইটারের সিইও হিসেবে নিজেই কাজ করেন মাস্ক। কিন্তু গত বছরের শেষের দিকেই তিনি জানিয়েছিলেন, নতুন কাউকে পেলে নিজে ওই পদ থেকে সরে দাঁড়াবেন। অবশেষে নতুন সিইওর কথা ঘোষণা করলেন মাস্ক।

মাস্কের এই ঘোষণার পর টুইটারের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে। টুইটার ছাড়াও মাস্কের অন্য ব্যবসা আছে। টেসলা গাড়ি এবং মহাকাশযানে বিরাট বিনিয়োগ আছে তার। টুইটারের সিইও হিসেবে কাজ করার কারণে ওই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে বিশেষজ্ঞদের একাংশের ধারণা। সে কারণেই মাস্ক সিইও পদ থেকে নিজেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন বলে তাদের দাবি।

Place your advertisement here
Place your advertisement here