• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

মসজিদ থেকে বের হওয়ার আদব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে বের করা সুন্নত। আসলে এটি খুবই মামুলি ও সাধারণ একটি বিষয় যে, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা এবং বাম পা দিয়ে বের হওয়া। কোরআনুল কারিমে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, আপনি লোকজনকে বলে দিন, যদি তোমরা আল্লাহ তায়ালাকে ভালোবেসে থাক, তা হলে আমার আনুগত্য কর। আল্লাহ তায়ালা তোমাদেরকে ভালোবাসবেন। (সূরা: আলে ইমরান, আয়াত: ৩২)।

মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে দোয়াটি সাব্যস্ত আছে তা হলো এই-

দোয়া: بسم الله والصلوة والسلام على رسول الله صلى الله عليه وسلم اللهم انى اسئلك من فضلك

উচ্চারণ : ‘বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা’।

অর্থ : আল্লাহ তায়ালার নামে শুরু করছি। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল মের ওপর। আয় আল্লাহ আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। (মুসলিম, নাসায়ী, মুসান্নামে ইবনে আবি শায়ব ১/২৯৮। হিসনে হাসীন। যাদুল মাআদ ২/৩৭৬)।

Place your advertisement here
Place your advertisement here