• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মিয়া (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বোয়ালিয়া ছোট সোহাগী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল মাজেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাসেল একজন পেশাদার বিদ্যুৎ মিস্ত্রি। সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালিয়া এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তির বাড়ির বিদ্যুৎ লাইনের বিভ্রাট সারানোর জন্য ৪৪০ লাইনের খুঁটিতে উঠে কাজ করছিল। এসময় বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই আটকা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here