• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন রেলপথ মন্ত্রী সুজন

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

Find us in facebook

Find us in facebook

নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে গণমাধ্যমকর্মীর সহযোগিতা চাইলেন রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন। লেখনীর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে সমস্যা সম্ভাবনাগুলো তুলে ধরে সরকার পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী জানান, জনগণের সঙ্গে সরকারের সংযোগ তৈরি করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। 

মন্ত্রী  আরও জানান, সাংবাদিকদের কল্যাণে নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে তবে প্রতিষ্ঠিত সত্যকে বিকৃত করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জনমানুষের কল্যাণে সাংবাদিকতা পেশাকে কাজে লাগানোর জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম আজম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলাচেয়ারম্যান আনোয়ার সাদাত  সম্রাট, পঞ্চগড় চেম্বার সহ -ভাপতি মেহেদী হাসান খান বাবলা, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

সংবর্ধনা সভার আগে পঞ্চগড় রেল স্টেশনে এক সভায়  রেলপথ মন্ত্রী পঞ্চগড়সহ দেশের রেল খাতে উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানান।

Place your advertisement here
Place your advertisement here