• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

চীন ফেরত শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসে আলামত পাওয়া যায়নি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

নোবেল করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি চীন ফেরত নীলফামারীর শিক্ষার্থী তাশদীদ হোসেনের (২৫) শরীরে কোন আলামত পাওয়া যায়নি। সোমবার বিকালে ঢাকাস্থ জাতীয় রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) প্রতিবেদনে এ কথা বলা হয়েছে বলে নিশ্চিত করেন নীলফামারী সিভিল সার্জেন ডাঃ রনজিত কুমার বর্মন। 

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের আলতাব হোসেনের ছেলে তাশদীদ হোসেন চীনের আনহুই প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে লেখাপড়া করে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ২৯ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। বিমানবন্দরে মেডিকেল পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলে সে নিজ বাড়িতে ফিরে মানষিকভাবে ভুগছিলেন। তার বুকে ব্যথা ও শ্বাসকস্ট দেখা দেয়।

গত শনিবার সকালে প্রথমে ওই শিক্ষার্থীকে ডোমার উপজেলা হাসপাতালে নেয়া হলে দুপুর ১২টার মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরপরই তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে ১২ সদস্য মেডিকেল টিম গঠন করা হয়।  গতকাল রবিবার সকালে ঢাকা হতে আইডিসিআর-এর দুইজন ল্যাব টেকনিশিয়ানা এসে ওই শিক্ষার্থীর রক্ত, ঘাম ও লালা সংগ্রহ করে ঢাকা নিয়ে যায়। সোমবার বিকালে ওই রির্পোট দেয়া হয়। এতে ওই শিক্ষার্থীর শরীরে নোবেল করোনাভাইরাসে কোন আলামত পাওয়া যায়নি।

Place your advertisement here
Place your advertisement here