– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

‘প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেললে দূষণ কমবে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জুন) বিকেলে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের আয়োজনে গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড কারখানায় কর্মসূচির উদ্বোধন করেন খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালেব।

ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে সংশ্লিষ্ট ইউপি সদস্য পরেশ চন্দ্র, গঙ্গা ফাউন্ড্রি লিমিটেডের এজিএম শরীফ উদ্দিন আহমেদ, ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মাহফুজার রহমানসহ বিভিন্ন সেকশন ইনচার্জরা অংশ নেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক আবহাওয়া উষ্ণ হয়ে উঠছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে কিংবা রিসাইক্লিংয়ের মাধ্যমে ব্যবহার উপযোগী করা গেলে পরিবেশ দূষণ কমবে। এক্ষেত্রে প্রয়োজন কেবল সচেতনতা ও সহযোগিতা।

Place your advertisement here
Place your advertisement here