• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

রংপুরে ২য় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও প্রথম স্ত্রী গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
রংপুরে দ্বিতীয় স্ত্রী জোসনা বেগমকে হত্যার দায়ে স্বামী আইনুল হক ও তার প্রথম স্ত্রী হাসিনা বেগমকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর পানি উন্নয়ন বোর্ডের র‌্যাব-১৩ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৩ কমান্ডিং অফিসার আরাফাত ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গত ১৮ মে বিকেলে নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী এলাকায় স্বামী আইনুল হক আয়ান ও তার প্রথম স্ত্রী হাসিনা বেগম মিলে দ্বিতীয় স্ত্রী জোসনা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। রাতে তার ওপর চলে আরো নির্যাতন। এর পর তাকে কোনো চিকিৎসা না দিয়ে বাড়িতে বন্দী করে রাখে।

ঘটনার পরের দিন জোসনার ওপর আবারো নির্যাতন চলে। প্রতিবেশিরা জানতে পেরে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশকে জানায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২০ মে মাহিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপন করে। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা বুধবার রাতে নরসিংদী র‌্যাবের সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী গাজীপুরা এলাকা থেকে আইনুল হক ও হাসিনা বেগমকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে সংবাদ সম্মেলনে জানান। 

Place your advertisement here
Place your advertisement here