• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগঞ্জে আখিরা নদী খনন কাজ পরিদর্শনে কর্মকর্তারা

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৬ মে ২০১৯  

Find us in facebook

Find us in facebook

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার আখিরা নদী খননের কাজ পরিদর্শন করেছেন। শনিবার দিনভর উপজেলার বালুয়াবন্দরের কফিল উদ্দিন ব্রীজ, কুমেদপুরের ত্রিমোহনি, ভেন্ডাবাড়ি, পৌরসভার বড়বিলা ও চতরাসহ বিভিন্ন কর্মএলাকা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, নিবার্হী প্রকৌশলী মেহেদী হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুববার রহমান, উপজেলা সহকারী কমিশনার ভুমি সঞ্চয় কুমার মহন্ত সঙ্গে ছিলেন।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার আখিরা নদীর কুমেদপুর রসুলপুর থেকে পলাশবাড়ি-সাদুল্ল্যাপুরের সীমানা পর্যন্ত ৩৫ কিলোমিটারে ৩টি প্যাকেজে খনন কাজ আরাম্ভ হয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারা এন্টারপ্রাইজ ৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার, মেসার্স রাকিব ব্রাদাস ৩ কোটি ৭৭ লাখ ১২ কিলোমিটার, শহীদ ব্রাদার্স ৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার বরাদ্দ প্রাপ্ত হয়। এ খননে ১২ মিটার দৈর্ঘ্য, ১২ মিটার প্রস্থ, ৫ মিটার উচ্চতায় নদীর পাড়ে ঘাস, ফলজ, বনজ, ঔষধি গাছের চারা লাগানো হবে। 

পরিদর্শনকালে অতিরিক্ত সচিব সাংবাদিকদের জানান, বর্ষা মৌসুম হলেও খনন কাজ যতটা সম্ভব এগিয়ে নিতে হবে। বর্ষার উত্তরকালে নভেম্ভর-ডিসেম্বর মাসে আমরা এ কাজ সম্পন্ন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর ডেলটা প্ল্যানের অংশ হিসেবে এ খনন কাজ। সারাদেশের ৬৪ জেলার ছোট নদ-নদী-খাল খনন কাজের উদ্যোগ নেয়া হয়েছে। এতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে ন্যাচারাল ইকোসিস্টেম বা প্রাকৃতিক বৈচিত্র ফিরে আসবে।

Place your advertisement here
Place your advertisement here