– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

রংপুরে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মে ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে অর্ধ লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার গজঘন্টা ইউনিয়নের মানাসপাড়া হতে গজঘন্টা সরকারি কাচা রাস্তায় শিশু, ইউক্যালিপ্টাসসহ বিভিন্ন গাছ ছিলো। ওই গ্রামের বাসিন্দা ও শংকরদহ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকদুম আলী রাস্তার দুই ধারে প্রায় ১০/১২টি বিভিন্ন জাতের গাছ সম্প্রতি কেটে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। 

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মকদুম আলী বলেন, রাস্তাটি আমার জমির ওপর দিয়ে গেছে। ১০ বছর আগে আমিই বিভিন্ন জাতের গাছ রোপণ করেছিলাম। তাই আটটি গাছ কেটে ৫০ হাজার টাকায় বিক্রি করেছি।

গজঘন্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর দুলাল মিয়া জানান, কাউকে না জানিয়ে তিনি রাস্তার গাছগুলো কেটেছেন।

উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম বলেন, গাছ কাটার বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here