– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তাদের নিষেধাজ্ঞা দেবে- প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ রংপুর থেকে অপহৃত কিশোরী শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার তরুণ ঠাকুরগাঁওয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম গালিভ

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দেশের আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাতে পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীরা https://acas.edu.bd/ তে ফলাফল পাবেন। এবার ১০ আগস্ট ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল। সে হিসেবে ভর্তি কমিটি নির্দিষ্ট সময়ের আগেই ফলাফল প্রকাশ করে।

ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান বলেন, এ বছর ১৮ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পাস করেছে। সর্বোচ্চ নম্বর পেয়েছে ৮৫ ও সর্বনিম্ন ৪৫। গত ২০২১-২২ শিক্ষাবর্ষে সর্বনিম্ন ৬২ নম্বরে চান্স পেলেও এবারের প্রশ্ন আরও মানসম্মত হওয়ায় ৪৫ পেয়েই চান্স পেয়েছে শিক্ষার্থীরা।

গত ৫ আগস্ট বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার যাবতীয় দায়িত্বে ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।

চলতি বছর ৮টি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয়,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

এ বছর কৃষি গুচ্ছে আবেদন পড়েছে ৮৪ হাজার ৫১টি। এর মধ্যে আবেদন ফি পরিশোধ করেছে ৮১ হাজার ২১৯ জন ভর্তিচ্ছু। ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৫৪৮টি। সে হিসেবে কৃষি গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়েছে ২৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

Place your advertisement here
Place your advertisement here