– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

অর্থনৈতিক অর্জনসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি: প্রধান বিচারপতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তাঁর সুফল আমরা পাচ্ছি। অর্থনৈতিক অর্জনসহ প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি।

শনিবার (১৫ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি আরও বলেন, বিচারবিভাগকে রাষ্ট্রের অগ্রগতির সাথে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করে যাচ্ছি। মামলার যে জট শুরু হয়েছে একই সাথে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিষ্পত্তি করতে হবে। ২০২২ সালে সারা দেশের মধ্যে ময়মনসিংহে সর্বোচ্চ মামলা নিষ্পত্তি হয়েছে। এই বছর মামলার নিষ্পত্তির অগ্রযাত্রা গত বছরের চেয়েও বেশি। গত বছর সর্বপ্রথম ময়মনসিংহ তাদের কার্যক্রমে প্রধান বিচারপতি পদক পেয়েছে। তাদের কার্যক্রমকেই মূলত স্বাগত জানাতে আজকে ময়মনসিংহে আসা।

এসময় উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন, ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, জেলা জজ আনিসুর রহমান, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ অন্যান্য আইনজীবী ও বিচারকবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here