• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

বিএনপি নির্বাচনে আসতে চাইলে সাধুবাদ জানাবো: ইসি আনিছুর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, বিএনপিকে আমরা অনেকবার ডেকেছি। তাদের জন্য আমাদের দরজা এখনো খোলা রয়েছে। আশা করি, বর্তমান সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। তারা আসতে চাইলে আমরা সাধুবাদ জানাবো। কমিশনের প্রত্যাশা, সবাই মিলে অংশগ্রহণমূলক নির্বাচন।

রোববার কিশোরগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির বিষয়ে ইসি আনিছুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের সমস্যাগুলোর সমাধান নিজেরাই করবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। আমরা সংবিধানের গঠনতন্ত্র অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন দেব।

তিনি আরো বলেন, নভেম্বরের শুরুর দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে। নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা তা দলগুলোর সিদ্ধান্ত। এক্ষেত্রে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল ইসলাম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here