• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

জনগণের টাকা খরচে সতর্ক হতে হবে- পরিকল্পনামন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনগণের টাকা খরচে সর্তক হতে হবে। কোনোভাবেই অপচয় করা যাবে না। সোমবার জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের জোনাল অপারেশনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিটি টাকা খরচ করতে হবে হিসাব করে। কেননা যারা আমাদের টাকা দিচ্ছেন, তারা আমাদের মতো সুন্দর বসার জায়গা পাচ্ছেন না; হয়তো মাটিতে বসেই কাজ করছেন। অথচ তারাই দেশের মূল উপার্জন শক্তি।

স্টেশনারি কেনাকাটাসহ সব ধরনের কেনাকাটায় বিশেষ সতর্ক থাকতে হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, সময়মত ক্রয় কার্যক্রম করতে হবে। সরকার ব্যয়ের পক্ষে, কিন্তু যে ব্যয় আমাদের আয় ফিরিয়ে দেবে সেই ব্যয় করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

তিনি বলেন, জনশুমারি প্রকল্পে আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছি। কেননা কৃষি শুমারিতে কাগজ-কলম ব্যবহার করার কারণে আমাদেরকে অতিরিক্ত টাকা খরচ করতে হয়েছে। এমনকি সেটা থেকে তথ্য উদ্ধার করাও সহজ ছিলো না। এরকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে আমরা সতর্ক হয়েছি।

এতে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক তাজুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here