• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘ডিআরইউতে শেখ রাসেল এডুকেশনাল ল্যাব স্থাপন করতে চাই’ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

Find us in facebook

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শেখ রাসেল এডুকেশনাল ল্যাব স্থাপন করতে চাই। এতে সংগঠনের সদস্য, সদস্য পরিবারের সন্তান, শিক্ষার্থীরা বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবেন। সেখানে বিভিন্ন কোর্স, কারিকুলাম থাকবে।

বুধবার ডিআরইউ’র সাগর-রুনী মিলনায়তনে ‘ডিআরইউ অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অ্যাপটির মাধ্যমে ডিআরইউ সদস্যরা সংগঠনের চাঁদা ঘরে বসেই দিতে পারবেন। ক্যাশলেস সোসাইটি হতে ডিআরইউ’র এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এটি যাতে রোল মডেল হয়, আরো আপগ্রেড হয়- সেজন্য আমরা সবরকম সহযোগিতা করব।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সৈয়দ শুক্কুর আলী শুভ ও কবির আহমেদ খান। এছাড়া সংগঠনটির বর্তমান কমিটির নেতা ও ডিআরইউ সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here