• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

এইচএস‌সি প‌রীক্ষার প্রশ্নপত্র চু‌রির দা‌য়ে ২ জনের সাজা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

এইচএসসি পীরক্ষার প্রশ্নপত্র পাচারের চেষ্টাকালে রংপুরের পীরগঞ্জ মহাবিদ্যালয়ের ল‌্যাব এ‌সিস্ট্যান্ট ও পিয়নকে আটক ক‌রে ২ বছ‌রের সাজা দি‌য়ে‌ছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পরীক্ষা শেষে উপজেলার পীরগঞ্জ মহা‌বিদ্যাল‌য়ে এ ঘটনা ঘটেছে। 

কেন্দ্র স‌চিব অধ্যক্ষ ছাদেকুল ইসলাম জানান, পীরগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে জীববিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা চলছিলো। এতে পীরগঞ্জ মহিলা কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর ১৯২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। ‌পরীক্ষা চলাকালীন সময়ে কলেজের ল‌্যাব এ‌সিস্ট‌্যান্ট রাছেল মিয়া জীব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র স‌চি‌বের কক্ষ থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতে নাতে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন পরীক্ষার দায়িত্বে নিয়োজিত উপ‌জেলা পরিসংখ্যান কর্মকর্তা আলতাফ হোসেন।

প্রশ্নপত্র পাচারের কাজে সহায়তা করায় কলেজের পিয়ন রাকিবুল ইসলাম নাজমুলকেও আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার প্রশ্নপত্র চুরি ও পাচারের কাজে জড়িত থাকায় ২ বছরের সাজা প্রদান করেন।

Place your advertisement here
Place your advertisement here