• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগঞ্জে সন্ত্রাসী বাহিনীর প্রধান রাখুকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে সন্ত্রাসী বাহিনীর প্রধান রাফিউজ্জামান রাখুকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। শুক্রবার (০৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান, রাফিউজ্জামান রাখু দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে হত্যার উদ্দেশ্যে আঘাত, গুরুত্বর জখম, শ্লীলতাহানী ও প্রাণনাশের হুমকিসহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত করে সত্যতা পায় র‍্যাব। এরপরই তাকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) পীরগঞ্জ থেকে রাফিউজ্জামান রাখুকে গ্রেফতার করে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাখু বিভিন্ন ব্যক্তিকে মারধরসহ ভয়ভীতি প্রদর্শনের কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য সন্ত্রাসীকে আইনের আওতায় আনার জন্য র‍্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত রাখুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here